প্রচ্ছদ / খবর / মোহম্মদ বদরুদ্দোজার “ভালোবাসি গোলাপের কাঁটা”

মোহম্মদ বদরুদ্দোজার “ভালোবাসি গোলাপের কাঁটা”

একুশে বই মেলায় প্রকাশিত হল “ভালোবাসি গোলাপের কাঁটা” শিরনামে bagerhatinfo.com এর নিয়মিত লেখক মোহম্মদ বদরুদ্দোজার কবিতার বই।M.Badruddoza

বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে জেলার হিসেবে দায়িত্বরত মোহম্মদ বদরুদ্দোজার তার শত ব্যস্ততার মাঝেও অব্যাহত রেখেছেন সাহিত্য চর্চা। তার লেখা কবিতা বিভিন্ন সময় প্রকাশিত নানা পত্রিকায়। ইতি মধ্যে তাঁর ৩টি কাব্য ও ২টি প্রবন্ধ গ্রন্থ প্রকাশ হয়েছে।

গতবারের একুশে বই মেলায় দেশের বরেণ্য কবিদের নিয়ে বৈশাখের নির্বাচিত কবিতা সংকলন ‘আমের মঞ্জরী’ প্রকাশ করে তিনি।

আর এবারের বই মেলাতে প্রকাশিত হল ভালোবাসি গোলাপের কাঁটা শিরনামের তার আরেকটি বই। গত ১৪ ফেব্রুয়ারি থেকে রুপম প্রকাশনী প্রকাশিত বইটি পওয়া যাচ্ছে বই মেলার ১৬৬নং প্যাভেলিয়নে।

এবারের বইটি তে ভালোবাসি গোলাপের কাঁটা, হাজারিকার সোনার কণ্ঠ, ফিরে আসি ফিরে যাই সহ মোট ৪১ অসাধাণ কবিতা প্রকাশ করেছেন তিনি।

পিরোজপুর জেলার স্বরূপকাঠির বর্তমান নেছারাবাদ উপজেলার আউরিয়া গ্রামে ১৯৬৬ সালের ১০ এপ্রিল জন্ম কবি ও প্রাবন্ধিক মুহম্মদ বদরুদ্দোজা।

বইটি প্রকাশের পর তার অভিব্যাক্তিতে লেখালেখি অব্যাহত রাখার আশাবাদ ব্যাক্ত করেন তিনি। জানান ভালোবাসা আর মনের আনন্দে লেখেন তিনি।

About ইনফো ডেস্ক

Exit mobile version