প্রচ্ছদ / খবর / মংলায় ফের ক্লিংকারবাহী কার্গোডুবি

মংলায় ফের ক্লিংকারবাহী কার্গোডুবি

Mongla-Port-Deep-Sea‘মংলা বন্দরে’ আবারো সিমেন্ট তৈরির প্রায় সাড়ে ৬০০ মেট্রিকটন কাঁচামাল ‘ক্লিংকার’বাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বন্দরের ৮ নটিক্যাল মাইল দূরে পশুর চ্যানেলের জয়মনিঘোল এলাকায় ক্লংকারবাহী এমভি নয়ন শ্রী-৩ নামের ওই কার্গো জাহাজটি ডুবে যায়।

কার্গো জাহাজটি প্রায় ৬৫০ মেট্রিকটন ক্লিংকার নিয়ে বাগেরহাটের মংলায় অবস্থিত সেনাকল্যাণ সংস্থার মালিকানাধীন এলিফ্যান্ট ব্রান্ডের সিমেন্ট কারখানায় যাচ্ছিল। তবে, এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কার্গোর মালিক আব্দুল আজিজ শিকদার বাগেরহাট ইনফো ডটকমকে জানান, দূর্ঘটনার সময় জাহাজে থাকা ক্রু’রা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় বলে ।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার খান মোহম্মদ আকতারুজ্জামান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, হাড়বাড়িয়া এলাকা থেকে চায়না পতাকাবাহী (বিদেশি জাহাজ ) এমভি হাইহাউ থেকে ক্লিংকার বোঝাই করে সোমবার গভীর রাতে মংলা বন্দর সংলগ্ন কারখানায় ফিরছিল। পথিমধ্যে মঙ্গলবার সকালে কার্গোটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি কার্গোর সঙ্গে ধাক্কা খায়। এতে তলাফেটে এমভি নয়ন শ্রী-৩ কার্গোটি পানির নিচে তলিয়ে যায়।

এঘটনায় কেউ হতাহত হননি জানিয়ে হারবার মাস্টার বলেন, “এ দুর্ঘটনার ফলে চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।”

তাৎক্ষণিকভাবে ডুবে যাওয়া কার্গোটি শনাক্ত করে উদ্ধারের জন্য মংলা বন্দরের উদ্ধারকারী জাহাজ এমভি পান্না কাজ শুরু করেছে বলে জানান তিনি।

উল্লেখ, এর আগে গত ১২ সেপ্টেম্বর মংলা বন্দর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে হারবারিয়া ২ নম্বর বয়া এলাকায় প্রায় ৬০০ টন ক্লিংকার নিয়ে এমভি হাজেরা-১ ডুবে যায়। এর পর ১৮ দিন পার হলেও জাহাজটি এখনো উদ্ধার করতে পারেনি মংলা বন্দর কর্তৃপক্ষ।

৩০ সেপ্টেম্বর ২০১৪ :: স্টাফ ও স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এমএমএফ/এজি/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক

Exit mobile version