প্রচ্ছদ / খবর / মংলায় সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির হাজার মণ কাঠ জব্দ

মংলায় সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির হাজার মণ কাঠ জব্দ

Bagerhat-Pic-1(16-03-15)সুন্দরবন থেকে পাচার হয়ে আসা কর্তন নিষিদ্ধ সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির এক হাজার মণ কাঠ জব্দ করেছে বনবিভাগ।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বাগেরহাটের মংলা উপজেলার মামার ঘাট এলাকায় কোস্টগার্ডের সহায়তায় অভিযান চালিয়ে এই কাঠ জব্দ করে বনবিভাগ।

মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের এলআরওজি মো. আলী রেজা বাগেরহাট ইনফো ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ দল মংলার মামার ঘাট এলাকায় অভিযান চালায়। এসময় সেখানকার চারটি কাঠের গোলা (আড়ৎ) থেকে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী, বাইন ও গেওয়াসহ বিভিন্ন প্রজাতির এক হাজার মণ গাছ ও কাঠ জব্দ করা হয়।

তবে যে চারটি কাঠের গোলা থেকে ওই কাঠ ও গাছ উদ্ধার করা হয়েছে তার নাম জানাতে পারেননি তিনি।

জব্দ কৃত গাছ ও কাঠ সুন্দরবন পূর্ব বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ড পশ্চিম জোনের পেটি অফিসার শহিদুল ইসলাম ও সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) বেলায়েত হোসেন অভিযানের নেতৃত্ব দেন।

১৮ মার্চ ২০১৫ :: আবু হোসাইন সুমন,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএ/বিআই

About ইনফো ডেস্ক

Exit mobile version