প্রচ্ছদ / খবর / মংলায় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

মংলায় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

Bagerhat-Pic-2(30-06-2015)বাগেরহাটের মংলা উপজেলার পশুর নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ নেট ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পশুর নদীর মংলা মোহনা, বানীশান্তা, করমজল, জয়মনি এলাকায় যৌথ অভিযান চালায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর।

এসময় তারা ৫০ হাজার মিটার নেট (চিংড়ি পোনা ধরার জাল) জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে মংলাস্থ কোস্ট গার্ড পশ্চিম জোন’র সদর দপ্তরে জব্দকৃত ওই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন’র স্টাফ অফিসার (অপারেশন) লেফটেনেন্ট কমান্ডর আলাউদ্দিন নয়ন জানান, ধ্বংসকৃত এসব অবৈধ নেট জাল ও কারেন্ট জালের মূল্য প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা।

এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

৩০ জুন ২০১৫ :: আবু হোসাইন সুমন, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version