প্রচ্ছদ / খবর / মংলায় দুই চীনা নাগরিক গ্রেপ্তার

মংলায় দুই চীনা নাগরিক গ্রেপ্তার

Bagerhat-Pic-2(02-09-2015)বাগেরহাটের মংলা উপজেলায় রাজস্ব (শুল্ক/কর) ফাঁকি দিয়ে মোবাইল ফোন বিক্রির অভিযোগে চীনের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে শহরের চৌধুরীর মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এরা হলেন, ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসা চীনা নাগরিক হুংজিং জুয়েংজিং (৩৬) ও জিং হুয়াংলু (৩৩)।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন জানান, কয়েক দিন আগে তারা দেশের অন্যতম সমুদ্রবন্দর মংলায় আসেন। এ সময় তাঁরা সঙ্গে চীনের বিপুলসংখ্যক মোবাইল নিয়ে আসেন।

ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা এসব মোবাইল ফোন বিক্রির সময় মঙ্গলবার রাতে শহরের চৌধুরীর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে ৩৮টি মোবাইল ফোন পাওয়া যায়।

গ্রেপ্তারের পর ওই দু’জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

ওসি আরো জানান, দু’জনের কাছেই পাসপোর্ট আছে। তিন দিন ধরে তারা মংলায় অবস্থান করছিলেন।

০২ সেপ্টেম্বর :: আবু হোসাইন সুমন, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version