প্রচ্ছদ / খবর / রোয়ানু’র প্রভাব কেটেছে, কমল সংকেত

রোয়ানু’র প্রভাব কেটেছে, কমল সংকেত

স্পেশাল করেসপন্ডেন্ট । বাগেরহাট ইনফো ডটকম

Bagerhat-Ship-pic-21-05-2016চট্টগ্রাম এলাকার ওপর দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করার পর বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে ঘূর্ণিঝড় রোয়ানু পরিণত হয়েছে স্থল নিম্নচাপে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ শনিবার সন্ধ্যা এ তথ্য জানান।

আবহাওয়াবিদরা জানান, মোটামুটি ৩০০ কিলোমিটার ব্যাসের এই ঘূর্ণিঝড় বেলা দেড়টার দিকে চট্টগ্রম উপকূলের সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, সীতাকুণ্ড ও ফেনী উপকূল দিয়ে স্থলভাগে উঠে আসে। এরপর বৃষ্টি ঝরাতে ঝরাতে সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ অঞ্চল পেরিয়ে যায়।

এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে মংলা সমুদ্র বন্দরে জরি করা বিশেষ সতর্কতা ‘এ্যালাট-৩’ প্রত্যাহার করেছে বন্দর কর্তৃপক্ষ।

মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (ট্রাফিক) কাজী মোক্তাদির হোসেন শনিবার রাত সাড়ে ৮টায় বলেন, ঘূণিঝড় ‘রোয়ানু’র কোনই প্রভাব পড়েনি মংলা বন্দরে। ঘূর্ণিঝড়ের আশঙ্কা কেটে যাওয়ায় বন্দরের নিজেস্ব স্বতর্কতা এ্যালার্ট-৩ প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২২ মে) থেকে বন্দরে থাকা জাহাজ গুলোতে পন্য খালাস ও বোঝাইয়ের কাজ শুরু হবে। এছাড়া বন্দর চ্যানেলের নৌ যান চলাচলও সভাবিক হতে শুরু করেছে।

এসআই/এসএইচ/বিআই/২১ মে, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version