প্রচ্ছদ / খবর / মংলায় নিখোঁজ নৌ শ্রমিকের লাশ উদ্ধার

মংলায় নিখোঁজ নৌ শ্রমিকের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের মংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজের দু’দিন পর এক নৌ শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে।

শনিবার (২০ মে) রাত ৯টার দিকে মংলা বন্দরের পশুর নদীর হারবারিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নৌ-শ্রমিকের নাম ওবায়দুল ইসলাম (৩০)। তার বাড়ি নড়াইলের লহাগড়া ইউনিয়নের বাসিন্দা।

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মংলা শাখার সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী ওই নৌ শ্রমিকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে মংলা বন্দরে অবস্থানরত এমভি জেসি ৭ নামের লাইটারেজ জাহাজ থেকে পা পিছলে নদীতে পড়ে যান ওবায়দুল। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

শনিবার রাতে পশুর নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্বজন ও সহকর্মীরা উদ্ধার করে।

এইচ//এসআই/বিআই/২০ মে, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version