প্রচ্ছদ / খবর / খোঁজ মিলল শিশুটির, তবে হেতু জানা যায়নি

খোঁজ মিলল শিশুটির, তবে হেতু জানা যায়নি

উপজেলা করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের শরণখোলায় বিদ্যালয়ের উদ্দেশে বেরিয়ে নিখোঁজ ওই সেই শিশু শিক্ষার্থীর খোঁজ মিলেছে।

নিখোঁজের দুদিন পর বুধবার (৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার পাঁচরাস্তা বাস স্টান্ড সংলগ্ন সেতুর উপর শিশুটিকে পাওয়া গেছে।

পুলিশ জানায়, সোমবার (৫ মার্চ) সকালে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় রাবেয়া আক্তার (১০) নামের শিশুটি। উপজেলার রায়েন্দা খাদ্য গুদাম সংলগ্ন এলাকার মীর শহিদুল ইসলামের মেয়ে রাবেয়া স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, সকালে বাসস্টান্ড সংলগ্ন বড় ব্রিজের ওপরে শিশুটিকে দেখে কামাল হোসেন খান নামের একব্যক্তি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ওসি বলেন, শিশুটির কাছে নানাভাবে জানতে চাওয়া হলেও সে কিছুই বলছেনা। তার চোখে মুখে এক ধরণের ভীতি কাজ করছিল। তবে শিশুটি সুস্থ্য আছে।

শিশুটি কোথায় ছিল এবং কি হয়েছিল সেই রহস্য উদ্ঘাটনে অনুসন্ধান চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এইচ//এসআই/বিআই/০৭ মার্চ, ২০১৮
** স্কুলে যেতে বেরিয়ে দুদিন ধরে নিখোঁজ

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version