প্রচ্ছদ / খবর / মংলা বন্দরের উন্নয়নে দরকার নেভিগেশন সুবিধা সর্বোচ্চমানে উন্নিত করা

মংলা বন্দরের উন্নয়নে দরকার নেভিগেশন সুবিধা সর্বোচ্চমানে উন্নিত করা

মংলা বন্দরকে ঘিরে সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে জাতীয় সংসদ সচিবালয়ের সরকারী প্রতিষ্ঠান কমিটির সদস্যরা মঙ্গলবার বন্দর জেটি ও চ্যানেল পরিদর্শন করেছেন।

BagerhatNews28.05.13তিন সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মঈন উদ্দিন খান বাদল। অপর দু’সদস্য হলেন বীরেন শিকদার ও বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আবু বাকের।

সকালে কমিটির সদস্যরা বন্দর জেটি ও চ্যানেল পরিদর্শন শেষে বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

বৈঠক শেষে কমিটির সদস্য মঈন উদ্দিন খান বাদল সাংবাদিকদের বলেন, মংলা বন্দরের উন্নয়নে নেভিগেশন সুবিধা সর্বোচ্চমানে উন্নিত করাসহ বন্দরের পুরাতন যন্ত্রপাতি বদলে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা প্রয়োজন।

তিনি আরো বলেন, এ বন্দরকে সর্বোচ্চ মানে উন্নিত না করা পর্যন্ত অন্য কোথাও নতুন বন্দরের জন্য বিনিয়োগ করা ঠিক হবে না। বন্দর পরিদর্শনকালে তাদের সাথে ছিলেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম এইচ আর ভূইয়াসহ অন্যান্যরা।

২৬-০৫-২০১৩ :: আবু হোসাইন সুমন,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক

Exit mobile version