
বাগেরহাটে ‘মা ও অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ এবং মা ও অভিভাবকদের একযোগে এগিয়ে আসতে হবে। সন্তানদের নিয়মিত ও সময়মত বিদ্যালয়ে পাঠাতে হবে, বিদ্যালয় ও বাড়ীতে তাদের পড়ালেখার সুষ্ঠু ব্যবস্থা ও তদারকি করতে হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) বাগেরহাট আজ (১৫ জানুয়ারি ২০১৩) সদর উপজেলার শিংড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সালাম আকুঞ্জি’র সভাপেিতত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাক সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, সহ-সভাপতি অধ্যক্ষ সইফ উদ্দিন আহমেদ, সনাক’র শিক্ষা বিষয়ক উপ-কমিটর সভাপতি প্রফেসর এবিএম. মোশাররফ হুসাইন, সনাক সদস্য শিল্পী সমাদ্দার, তহুরা হোসেন, খোন্দকার আছিফউদ্দিন রাখী, টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার মো: আতিকুর রহমান, এরিয়া ম্যানেজার এ. এইচ. এম. আনিসুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ কুমার পাল, সহকারি শিক্ষক শাহিনা খোদেজাসহ উপস্থিত মা ও অভিভাবক প্রতিনিধিগন।
eta tib er ekta shundor poddokhep and ami ey khane thakte pere vlo lagche
ধন্যবাদ…