প্রচ্ছদ / খবর / মংলা বন্দর পরিদর্শনে জাইকা প্রতিনিধি দলের সন্তষ্টি

মংলা বন্দর পরিদর্শনে জাইকা প্রতিনিধি দলের সন্তষ্টি

দেশের দ্বিতীয় সমূদ্র বন্দর মংলা এর বিরাজমান সুযোগ-সুবিধা, উন্নয়ন ও সম্ভাবনা যাচাইয়ে জাইকা’র একটি প্রতিনিধি দল সকালে মোংলা বন্দর পরিদর্শন করেছেন।
BagerhatPhoto-2(08-09-2013)রবিবার সকাল ১০ টায় মংলা বন্দর কর্তৃপক্ষের সাথে মত মিলনায় করে কাই তয়মার নেতৃত্বে ৬ সদস্যের জাইকা’র প্রতিনিধি দলটি।
এ সময়ে জাইকা প্রতিনিধি দলের সদস্যদের নিকট মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভুইয়া বন্দরের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যা তুলে ধরেন। পরে তিনি জাইকা প্রতিনিধি দলের কাছে বন্দরকে আরো গতিশীল করার জন্যে পদ্মা সেতু ও ফয়লা বিমান বন্দরসহ অবকাঠামোগত উন্নয়নের দাবী জানান।
এ সময় মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অপারেশন) আলতাফ হোসেন ও হারবার মাষ্টার কমান্ডার এনামুল হকসহ বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রতিনিধি দল বন্দর জেটি, কার ও কন্টেইনার ইয়ার্ডসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
মংলা বন্দর চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভূইয়া বাগেরহাট ইনফোকে জানান, জাইকা প্রতিনিধিদল এদিন বন্দরের এলাকা ও এর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন। এছাড়া বন্দর নিয়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনা ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্চে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে।
তিনি জানান, জাইকা প্রতিনিধি দল বন্দরের উন্নয়নে এই মুহুর্তে কোন প্রতিশ্রতি না দিলেও তারা মোংলা বন্দরের সার্বিক কর্ম পরিবেশে সন্তষ্টি জানিয়েছেন।

০৮ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক

Exit mobile version