বাগেরহাটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইকারীরা মংলা বন্দরের জাহাজের মাস্টার আবুবক্কর সিদ্দিকের(৫৫) এর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। সোমবার সকাল ১১টার দিকে ঘটে এ ছিনতাইয়ের ঘটনা। আবুবক্কর গোপালগজ্ঞ জেলার কাশিয়ানী এলাকার বাশপুর গ্রামের করিম মোল্লার ছেলে। এদিকে, দুপুরে ফকিরহাট উপজেলার সাধের বটতলা এলাকায় একটি ডোবা থেকে আবুবক্কর সিদ্দিককে তাকে হাতপা বাধাঁ অবস্থায় …