বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া (১৩) এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এর আগে ধর্ষণের অভিযোগে শুক্রবার সকালে ওই কিশোরীর চাচা হায়দার খাঁ (৪৫) নামে এক ব্যক্তিকে আসামী করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। হায়দার খাঁ উপজেলার মালমগাছা গ্রামের মৃত জবি খাঁর ছেলে।
মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, ওই কিশোরির মা বেঁচে নেই। বাবা ভারত থাকেন। কিশোরী থাকে চাচার কাছে। বুধবার রাত ৮টার দিকে চাচার সাথে তার ঝগড়া হয়। রাগ করে উপজেলার মালমগাছা গ্রামে তার চাচার বাড়ি থেকে পাশের বৌলতলী গ্রামে দাদার বাড়িতে যাচ্ছিল।
এসময় হায়দার খাঁ ওই কিশোরিকে তার দাদার বাড়ি এগিয়ে দেয়ার কথা বলে কবির খন্দকারের নারিকেল বাগানে নিয়ে মুখ বেঁধে কয়েক দফা ধর্ষন করে। রাত ২টা পর্যন্ত তার ওপর নির্যাতন চালানো হয়। রাত ৩টার দিকে তার চাচা কালাম শেখ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে।
ঘটনার পর থেকে হায়দার খাঁ পলাতক রয়েছেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More