বাগেরহাটে দিনব্যাপী ক্যান্সার সচেতনতা, নির্ণয় ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান।
বাগেরহাট জেলা পরিষদের আমন্ত্রণে ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত ক্যান্সার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার যৌথ ভাবে এ ক্যাম্পের আয়োজন করে।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জমান টুকুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বারাসাত ক্যান্সার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের চিকিৎসক প্রতিনিধি দলের প্রধান ডা. প্রবীর বিজয় কর, জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা প্রমুখ।
ড. প্রবীর বিজয় করের নেতৃত্বে বারাসাতের ২৬ সদস্যের প্রতিনিধি দলটি সোমবার দিনব্যাপী ক্যান্সার রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি, রোগ নির্ণয় ও চিকিৎসা বিষয়ক পরিসেবা প্রদান করেন।
২৬ সদস্যের প্রতিনিধি দলে ভারতের বারাসাত ক্যান্সার রিসার্চ সেন্টার ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যান্সার নির্ণয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্যান্সার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে সেমিনারে অংশ নেন।
ক্যাম্পে বাগেরহাট জেলার প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শবর্তি বিভিন্ন জেলার ৫ শতাধিক ক্যান্সার রোগী ও ক্যান্সার ঝুকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More