বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় নৌবাহিনীর হাতে আটক ভারতীয় ৬১ জেলের মধ্যে একজন আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে আটক জেলেদের মংলায় নৌবাহিনীর ঘাঁটিতে আনার পথে সঞ্জয় শামন্ত (৩২) নামে ওই জেলে ট্রলারের বাথরুমে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
সঞ্জয় শামন্ত ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপ এলাকার প্রফল্ল শামন্তের ছেলে।
মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী বাগেরহাট ইনফো ডটকমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
| বঙ্গোপসাগরে পাঁচটি ট্রলারসহ ৬১ ভারতীয় জেলে আটক
তিনি জানান, এঘটনায় নৌবাহিনীর পক্ষ থেকে মংলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত ওই জেলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More