বাগেরহাটে বাসের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত ও চার জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৬ ডিসেম্বর) রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার তেলিরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফকিরহাট উপজেলার মানসা গ্রামের দুলাল পালের ছেলে দিলীপ পাল (৪৫) ও খুলনার রুপসা উপজেলার তালতলা গ্রামের প্রয়াত নিশিকান্ত পালের ছেলে লক্ষণ পাল (৫০)।
তারা দু’জনই পেশায় পান ব্যবসায়ী ছিলেন।
আহতরা হলেন, পান ব্যবসায়ী বিলাস দাস, সুখ সাহা, ভ্যান চালক ইদ্রীস ও বাসের এক অজ্ঞাত মহিলা যাত্রী । গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, খুলনা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা এক পান ব্যবসায়ী গঠনা স্থালে এবং অপর এক জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান এসআই।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More