স্টাফ করেসপন্ডেন্ট । বাগেরহাট ইনফো ডটকম
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্চিত করার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি, বাগেরহাট জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে শিক্ষক সমিতির আওতাধীন বাগেরহাটের ৯টি উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
এসময় অনান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা শিক্ষক সমিতির সভাপতি সেলিমা বেগম, সাধারন সম্পাদক মুকুন্দ কুমার দাস, সহ-সভাপতি তুষার কান্তি দাস, শেখ আব্দুল মান্নান, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষক লাঞ্চনাকারী সেলিম ওসমানকে সংসদ সদস্য পদ থেকে অপসারনসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে। সেলিম ওসমানের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে সারাদেশের শিক্ষক সমাজের মর্যাদা মর্যাদাহানি হবে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই বিচার দ্রুত শেষ করার দাবি জানান তারা।
এটি/এসআই/বিআই/২৪ মে, ২০১৬
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More