স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
রোববার (৩১ জুলাই) দুপুরে কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মো. আজমুল হক।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শরিফ নজরুল ইসলামে সভপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাধ্যে বক্তব্য দেন- বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাসিবুর রহমান, কলেজ পরিচলনা পর্ষদের সদস্য আকরাম হোসেন, নেয়ামুল হাদি রানা প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা কলেজের নিজেস্ব ফান্ড থেকে কেনা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ৮২ গরীব এবং মেধাবী শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন।
পরে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বই বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়।
বিজ্ঞপ্তি/এসআই/বিআই/৩১ জুলাই, ২০১৬
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More