স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত বাগেরহাট সচেতন নাগরিক কমিটি (সনাক) ও তরুণদের সংগঠন ইয়েস গ্রুপ এ শোভাযাত্রার আয়োজন করে।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে শহরের সংস্কৃতিক ফাউন্ডেশন প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন সনাক বাগেরহাটের সভাপতি এ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু। শোভাযাত্রায় সনাক, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য ছাড়াও শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ স্লোগানে সাইকেল শোভাযাত্রাটি শহরের স্বাধীনতা উদ্যান, শালতলা, পিসি কলেজ, দশানী যদুনাথ স্কুল এন্ড কলেজ, ষাটগুম্বুজ মসজিদ, মগরা বাজার হয়ে প্রায় ১০ কিলোমিটার দূরে কে.জে.এস.পি.ইউ (রাজাপুর) স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
দুর্নীতিবিরোধী সাইকেল শোভাযাত্রায় নেতৃত্বদেন সনাক সদস্য অনুবাদক মোরশেদুর রহমান সাগর। শোভাযাত্রা শেষ বিদ্যালয়ের পাঁচশতাধিক শিক্ষার্থী দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেন।
এইচ/এসআই/বিআই/২১ মার্চ, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More