স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
ঐতিহ্যবাহী নৌকাবাইচ নিয়ে গ্রামবাংলায় মাতামাতির শেষ নেই। কিন্তু ভেলাবাইচ নিয়ে মাতামাতির খবর খুব একটা পাওয়া যায় না।
তবে এবার কলাগাছের তৈরি ভেলার বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাগেরহাটে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামের একটি লেকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘খানজাহান ক্যাটার্স রক্তদান গ্রুপ ও ভাই ভাই সততা সংঘ’ এই প্রতিযোগীতার আয়োজন করে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১০টি কলাগাছের ভেলা অংশ নেয়।
এরআগে তৈলক্ত বাঁশ বসে বালিশ খেলা ও জলাশয়ে হাঁস ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে সেখানে হাজির হয় কয়েক হাজার দর্শক।
দর্শকরা বলেন, আমরা নৌকা বাইচ দেখেছি। কিন্তু ভেলা বাইচ এবারই প্রথম বার দেখছি।
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে বাঁশে বালিশ খেলা, হাঁস ধরার মতো এমন খেলাগুলোকে টিকিয়ে রাখতে দাবি জানায় প্রতিযোগিতা দেখতে আসা দর্শকরা।
ভেলা ভাইচ প্রতিযোগিতায় প্রথম হন বাপ্পী শেখ এবং দ্বিতীয় হন সবুজ শেখ। অনুষ্ঠান শেষে স্থানীয় ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু তিন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এজি//এসআই/বিআই/২৩ নভেম্বর, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More