স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকা ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধি নীহার রঞ্জন সাহার বাবা বিরাজ কৃষ্ণ সাহা পরলোকগমন করেছেন।
রোববার (১৪ জানুয়ারি) বিকেলে নিজ বাড়িতেশেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত রোগে ভূগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, পুত্রবধূ ও নাতি নাতনিসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
রোববার রাতে জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের সাগরকাঠি গ্রামে পারিবারিক শশ্মানে তার অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাব, জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন শোক জানিয়েছেন।
এজি/এইচ/এসআই/বিআই/১৪ জানুয়ারি, ২০১৮
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More