স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাত–ব্যথা, প্যারালাইসিস, হাড়ের ক্ষয় বা আঘাত জনিত ব্যথা নিরাময় ও চিকিৎসায় বাগেরহাটে যাত্রা শুরু করেছে একটি ফিজিওথেরাপি সেবা কেন্দ্র।
শনিবার (১১ মার্চ) সকালে শহরের পুরতন বাজার মোড়ে ‘নিউ লাইফ ফিজিওথেরাপি এ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার’ নামের প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন বাগেরহাটের সির্ভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাগেরহাট বিএমএর সাধারন সম্পাদক ডা. আব্দুল মতিন আকন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহ্বায়ক ডা. মোশাররফ হোসেন, বাগেরহাট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অর্থপেডিক্স) ডা. এস এম শাহনেওয়াজ, মেডিকেল অফিসার ডা. এনিশা, প্রফেসার কার্তিক চন্দ্র পাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফ্ফর রহমান প্রমুখ।
লাইফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের পরিচালক ডা. সংগ্রাম কান্তি কুন্ডু বলেন, শুধু ওষুধ সব রোগের পরিপূর্ণ সুস্থতা দিতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে ওষুধের পাশাপাশি যেমন অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তেমনি অনেক রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হয়।
বিশেষ করে বয়সজনিত সমস্যা, বাতের ব্যথা, স্পোর্টস ইনজুরি, হাড়ের ক্ষয়জনিত ব্যথা, সারভাইক্যাল ও লাম্বার স্পন্ডাইলোসিস, ডিস্ক প্রলেপস, অস্টিও-আরথ্রাইটিস, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, প্লাস্টার বা অস্ত্রোপচার পরবর্তী জয়েন্ট স্টিফনেসস, স্ট্রোক জনিত প্যারালাইসিস রোগীদের জন্য ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকারী ও আধুনিক চিকিৎসা পদ্ধতি।
এখন থেকে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত এই ফিজিওথেরাপি সেন্টারে সব ধরণের থেরাপী চিকিৎসা প্রদান করা হবে বলে জানান তিনি।
এইচ//এসআই/বিআই/১০ মার্চ, ২০১৮
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More