নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

শনিবার, ১১ জানুয়ারি চলতি বছরের প্রথম ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে বাগেরহাট জেলায় ১ লাখ ৬৬ হাজার ৭০২ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ জন্য জেলার ৯টি উপজেলার স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমানসহ মোট ১ হাজার ৭৯১টি টিকা প্রদান কেন্দ্র করা হবে।
১১ জানুয়ারি এ কার্যক্রমে ৩ হাজার ৫৮২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। সোমবার (৬ জানুয়ারি) বাগেরহাট সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন পুলক দেবনাথ এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. মহিউদ্দীন আহম্মেদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার প্রদীপ বকসী, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফ্ফর হোসেন, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, প্রফেসর মোশাররফ হুসাইন প্রমুখ।
এজি/আইএইচ/বিআই/৬ জানুয়ারি, ২০২০
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More