বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের বিশেষ অভিযানে ৪টি পিস্তলসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আছে মোল্লাহাট উপজেলার মধুমতি নদীর টোলপ্লাজায় একটি সাদা মাইক্রোবাস থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
মাইক্রোবাসটি তল্লাশী করে জেলা গোয়েন্দা পুলিশ ০৪টি ৭.৬২ এমএম বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি অতিরিক্ত ৪ ম্যাগাজিন উদ্ধার করে।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. তৌহিদুল আরিফ মুঠোফোনে ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ ও ডিবি বাগেরহাটের প্রবেশ পথ মোল্লাহাটে সেতুর টোলপ্লাজা এলাকায় মাইক্রোবাসটির গতি রোধ করে। সাদা রঙের মাইক্রোবাসটি থেকে ৪টি বিদেশি আগ্নেঅস্ত্র ও গুলি পাওয়া গেছে। চালকসহ মাইক্রোবাসে থাকা ১১ জনকেই আটক করা হয়েছে।
এসপি বলেন, আমাদের কাছে তথ্য ছিল ঝিনাইদহ থেকে বড় ধরণের অপরাধের জন্য একটি সশস্ত্র দল বাগেরহাটের দিকে আসছে। আমরা জেলার সীমানায় প্রবেশের মূহুর্তেই তাদের আটক করতে সক্ষম হয়েছি।
আটক আসামিদের ডিবির হেফাজতে বাগেরহাটে নিয়ে আসা হচ্ছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More