এস এম সামছুর রহমান
বাগেরহাটে কোর্ট চত্বর থেকে অনলাইন পত্রিকা এবিএনসির সম্পাদক আমেরিকা প্রবাসি সাংবাদিক শওকত আলী শিমুলের ব্যবহৃত কালো রংয়ের ডিসকভার ১২৫ সিসি(বাগেরহাট হ-১১-৫২৩০) মটরসাইকেল চুরি হয়েছে।
বুধবার সকালে ওই প্রবাসি সাংবাদিকের ছোট ভাই জেলা প্রশাসকের কার্যালয়ে এলএ শাখার কর্মচারী শেখ লিয়াকত আলী নতুন কোর্ট চত্বরে সরকারি গ্যারেজে মটরসাইকেলটি রেখে অফিসে যান। কিছুন পর নিচে নেমে এসে তিনি মটরসাইকেলটি খুজে পাননি। চোরেরা তার গাড়িতে থাকা মুল্যবান কাগজপত্রসহ মটরসাইকেলটি নিয়ে যায়।
উল্লেক্ষ গত কয়েক সপ্তাহের ব্যবধানে বাগেরহাট থেকে জনপ্রতিনিধি মটরসাইকেলসহ ৫/৭ টি মটরসাইকেল চুরি হয়। আশংকা জনক হারে মটরসাইকেল চুরি বেড়ে যাওয়ায় জনমনে খোভের সৃষ্টি হয়েছে।
এদিকে চুরির এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More