প্রচ্ছদ / খবর / ব্যাংক থেকে গ্রাহকের টাকা ও মোবাইল চুরি

ব্যাংক থেকে গ্রাহকের টাকা ও মোবাইল চুরি

Bagerhat-mapবাগেরহাটে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে চার গ্রাহকের সঞ্চয়পত্রের মুনাফা ও বয়স্কভাতার টাকা এবং মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

বুধবার সকালে শহরের রেলরোড এলাকায় অবস্থিত ব্যাংকে ৪ ব্যাক্তি সঞ্চপত্র ও বয়স্কভাতার টাকা তুলতে গেলে এ ঘটনার শিকার হন।

ঘটনার শিকার বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের মৃত আজাহার আলীর স্ত্রী রিনা আক্তার বাগেরহাট ইনফো ডটকমকে জানান, এদিন সকালে ব্যাংকে তিনি সঞ্চপত্রের টাকা তুলতে গেলে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে ব্যাংকে অনেক ভীড় থাকায় তিনি লাইনে দাড়িয়ে টাকা তুলছিলেন। এসময় তার ব্যাগ থেকে একটি মোবাইল ফোন এবং পাশে দীর্ঘ লাইনে দাড়ীয়ে থাকাদের মধ্যে অরো ১ জন মহিলার মোবাইল ফোন এবং ২ মহিলার ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

এসময় ব্যাংকের কর্তব্যরত পুলিশ সদস্যদের বিষয়টি জানানো হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ রিনা আক্তারের।

এ বিষয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মুজিবর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, একজন বিধবা মহিলার বয়স্ক ভাতার টাকা চুরি হয়েছে বলে সকালে অভিযোগ আসে। এর পর আমি তৎক্ষনিক ভাবে সিসি ক্যামেরার ছবি পরিক্ষা করে দেখেছি।

তবে, ব্যাংকে অতিরিক্ত ভীড় থাকায় বিষয়টি সনাক্ত করা যায়নি। এঘটনার পর পুলিশের পাশাপাশি ব্যাংকের নিজস্ব নিরাপত্তা কর্মী দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা তিনি।

০১ অক্টোবর ২০১৪ :: এস এম সামছুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআর/আই হক-এনআরএডিটর/বিআই

About Shamsur Rahman