শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চ থেকে ঘোষিত কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করতে সোমবার কালো ব্যাজ আর কালো পতাকা হাতে নিয়ে বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে ২৫ কিঃমিঃ পথ পায়ে হেটে শিশু, কিশোরসহ ষাটোর্ধ্ব ৫শতাধীক লোক পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলায় আসে।
শরণখোলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ব্যানারে অনুষ্ঠিত এ পদযাত্রাটি দুপুর ১২টার দিকে মোরেলগঞ্জ পৌছালে মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ তাদেরকে অভ্যার্থনা জানায়।
এর পূর্বে মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ব্লগার রাজীব হায়দারের খুনীদের আশু গ্রেফতার ও ফাঁসির দাবীতে সকাল ১১ টায় র্যালি ও মানববন্ধন কর্মসূচী পালন করে। র্যালিতে উপজেলা প্রজন্ম লীগের আহবায়ক মো: নাজমূল হাসান রানা, য়ুগ্ন আহবায়ক মো: নন্নু কাজীসহ কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশাজীবী অংশ গ্রহন করে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More