বাংলাদেশ নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা গোমতি বিকেলে বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে পাকিস্তানের করাচির উদ্দেশ্যে মংলা বন্দর ত্যাগ করেছে।
নৌ বাহিনীর এ যুদ্ধ জাহাজ আগামী ৪ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত করাচিতে অনুষ্ঠিত ব্যসামরিক মহড়ায় অংশ গ্রহণ করবে।
৫ দিনব্যাপী এ বহুজাতিক সামরিক মহড়ায় বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ইউএসএ, ইংল্যান্ড, চীন, জাপান, তুরস্ক, মিশর, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তানসহ বিশ্বের ১৭টি দেশের নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ অংশ নিবে।
যুদ্ধ জাহাজ গোমতির অধিনায়ক কমান্ডার এম মইনুল হাসানের নেতৃত্বে সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তাসহ ৬৮ জন নাবিক এ সমুদ্র মহড়ায় যোগদান করবে। আগামী ২২ মার্চ মহড়া শেষে জাহাজটি মংলার দিগরাজ নৌ ঘাটিতে ফিরে আসার কথা রয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More
sofhol hok jatra…