দীর্ঘ এক দশক পর বাগেরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ২২ মে জেলা ছাত্রলীগের সম্মেলন হলেও কমিটি ঘোষণা স্থগিত রাখা হয়।
১০ বছর পর বার্ষিক সম্মেলন হলেও এতদিন কমিটি ঘোষণা না হওয়াতে চলছিলো নানা গুঞ্জন। অবশেষে নতুন কমিটিতে উঠে এসেছে নতুন মুখ।
চিরঞ্জীব বিশ্বাস সানিকে সভাপতি এবং নাহিয়ান আল সুলতান ওশানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি’র বরাত দিয়ে শনিবার (০৪ জুলাই) জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার নাসির উদ্দিন বাগেরহাট ইনফো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
সম্প্রতি ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম নতুন কমিটি অনুমোদন দিয়েছেন।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো. মনির হোসেন ও গাজী সালমান রহমান শুভকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া সরদার আব্দুল কাদেরকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ মে বাগেরহাট জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ ছাত্রলীগের কেদ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, বঙ্গবন্ধুর ভাতিজা বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ওই সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাত্রলীগের নতুন কমিটি গঠনে কোনো সিদ্ধান্ত নিতে না পারায় পরে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এদিকে, বাগেরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সরকারি পিসি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More