প্রচ্ছদ / খবর / বিদ্যুতের আলো পেলো ৫০১টি পরিবার

বিদ্যুতের আলো পেলো ৫০১টি পরিবার

Bagerhat-Morrelgong-Pic-3(31-05-2015)Ellecteryবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় চারটি গ্রামের ৫০১টি পরিবারকে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে।

রোববার (৩১ মে) বেলা সোয়া ১১টায় স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন নতুন এই সংযোগের উদ্বোধন করেন।

নতুন সংযোগের আওতায় উপজেলার গুলিশাখালী, হরতকীতলা, কুদঘাটা ও গুয়াতলা গ্রামে ১১টি দাতব্য প্রতিষ্ঠানসহ ৫০১টি পরিবার প্রথম বারের মতোন বিদ্যুৎ সুবিধার আওতায় এলো। এসব ঘরে জ্বলবে এখন বিদ্যুতের আলো।

প্রায় পৌঁনে দুই কোটি টাকা ব্যায়ে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এই অঞ্চলে প্রায় ১০কিলোমিটার দীর্ঘ লাইনটি নির্মান করে।

নতুন এই বিদ্যুৎ লাইনের উদ্বোধন উপলক্ষে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের এম.পি. ডা. মোজাম্মেল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, ভাইচ চেয়ারম্যান এইচ. এম ছাবুল আখতার, মহিলা ভাইচ চেয়ারম্যান আজমীন নাহার, ওসি মো. রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ মোড়েলগঞ্জ ডিজিএম জিয়াউর রহমান প্রমুখ।

৩১ মে ২০১৫ :: রাজীব আহ্সান রাজ, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হকএনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ