বাগেরহাটের মোরেলগঞ্জে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে দুই বছরের কারাদন্ড (জেল) দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৫ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোরেলগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হালিম এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত নাইম ফকির (১৯) উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মো. কামাল ফকিরের ছেলে। সে পেশায় একজন ভাড়ায় চালিত মটরসাইকেল ড্রাইভার।
ইউএনও মো. আব্দুল হালিম জানান, নাইম ফকির দীর্ঘদিন ধরে এই এলাকার ১০ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করে আসছে। সর্বশেষ গত ২৮ জুন বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নাইম ওই ছাত্রীকে জোরপূর্বক জড়িয়ে ধরে এবং চুমু খায়।
এঘটনায় ওই ছাত্রীর পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে উপজেলার সন্ন্যাসী বাজার থেকে নাইম ফকিরকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নাইম ফকির ও তার দাবিকৃত প্রেকিকার কথা শুনেন আদালত।
নাইম ফকির প্রেমিকা দাবি করা শিক্ষার্থী আদালতে বলেন, নাইম ফকিরের সাথে এখন আমার কোন প্রেমের সম্পর্ক নেই। সে একজন বখাটে ছেলে।
আদালত দু’জনের কথা শুনে যৌন হয়রানির (উত্যক্ত করা ও চুমু খাওয়ার অপরাধে) অভিযোগে ওই যুবককে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More