প্রচ্ছদ / খবর / মোরেলগঞ্জে মাদকসেবী স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

মোরেলগঞ্জে মাদকসেবী স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্যাতনের অভিযোগে মাদকাশক্ত স্বামীকে পুলিশে দিয়েছেন এক গৃহিনী।

VramoMan-Adalotশনিবার (২৫ জুলাই) উপজেলার উত্তর সুতালড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

পরে ভ্রাম্যমাণ আদালত রেজাউল ইসলাম রাজীব (২১) নামে ওই যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন।

রাজীব উত্তর সুতালড়ী গ্রামের ফারুক শেখের ছেলে।

পুলিশ জানায়, রাজীবের বিরুদ্ধে মাদক সেবন ও শারিরীক নির্যাতনের অভিযোগ এনে তার স্ত্রী শারমীন সুলতানা শনিবার তাকে পুলিশে সোপর্দ করেন। পরে বিকাল ৩টায় রাজীবকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে শারমীন বলেন, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে চার মাস পূর্বে চট্টগ্রামের একটি নোটারী পাবলিক-এর কার্যালয়ে তাদের বিয়ে হয়। রাজীব তার দ্বিতীয় স্বামী।

বিয়ের পর থেকেই নেশার টাকার প্রয়োজনে প্রায়ই সে তাকে মারপিট করতো।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হালিম জানান, মাদক সেবন ও স্ত্রীকে মারপিটের অভিযোগে রাজীবকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

২৫ জুলাই :: রাজীব আহ্সান রাজু, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ