প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ভুয়া র‌্যাব সদস্য আটক

বাগেরহাটে ভুয়া র‌্যাব সদস্য আটক

Bagerhat-Pic-1(29-07-2015)ভুয়া র‌্যাব সদস্যের পরিচয়ে উৎকোচ নেওয়ার সময় এক যুবক আটক করা হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার‍ দিকে বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া মধ্যপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক শেখ ইকবাল কবির ওরফে সবুজ (২৫) বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়রা গ্রামের শেখ আব্দুস সালামের ছেলে। র‌্যাবে চাকরি দেওয়ার কথা বলে উৎকোচ নেওয়ার সময় র‌্যাব-৬’র কাছে আটক হয় সে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে খুলনায় র‌্যাব-৬’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৬’র কোম্পানি কমান্ডার সিপিসি-১’র লে. কমান্ডার এম মাহফুজুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যার‍ দিকে এক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন ইকবাল। খবর পেয়ে বাগেরহাটের গোবরদিয়া মধ্যপাড়া এলাকায় মো. মনির হোসেনের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

মামলা দায়েরের পর ইকবালকে বাগেরহাট (সদর) মডের থানায় হন্তান্তর করা হবে বলেও জানান তিনি

২৯ জুলাই :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ