বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল বাজারে অবস্থিত একটি ক্লিনিকে নাজমা বেগম (২৬) নামের এক প্রসুতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৪ আগস্ট) রাতে বাঁধাল ক্লিনিক এন্ড ডায়গনিষ্ট সেন্টারের অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়।
তবে নবজাতক পুত্র সন্তানটি সুস্থ আছে। নিহত নাজমা বেগম কচুয়া উপজেলার বকতারকাঠি গ্রামের জাহিদ জোমাদ্দারের স্ত্রী।
এলাকাবাসি জানায়, মঙ্গলবার বিকালে নাজমাকে ওই ক্লিনিকটিতে নেয়া হয়। সন্ধা সাড়ে ৬ টার দিকে তাকে অপারেশন কক্ষে নেয়া হয়। অপারেশনের পর ওই কক্ষেই অতিরিক্ত রক্ত ক্ষরনেই তার মৃত্যু হয়।
এঘটনায় স্থানীয়রা হাসপাতাল কর্তিপক্ষের গাফিলতিকে দায়ি করেছেন।
জানা গেছে, পিরোজপুর ডায়েবেটিক হাসপাতালের চিকিৎসক ডাঃ সঞ্জিত কুমার মন্ডল এ অপারেশনের নেতৃত্ব দেন।
এ বিষয়ে ডাঃ সঞ্জিত কুমার মন্ডল জানান, রোগীটি ভর্তির সময় তার রক্ত সল্পতা ছিল। অপারেশনের পর পেটের ভিতরের জমাট রক্ত বের করে ফেলার পর তার মৃত্যু হয়।
তবে স্থানীয়দের অভিযোগ এই ক্লিনিকটি স্থানীয় এক ব্যবসায়ী পরিচালনা করেন। এখানে কোন ডাক্তার ও প্রশিক্ষিত সেবিকা নেই। শুধুমাত্র প্রয়োজনের সময় বাইরে থেকে ডাক্তার এনে অপারেশন করানো হয়।
এবিষয়ে বুধবার বিকালে বাগেরহাট সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডল জানান, ক্লিনিকে প্রসুতি মৃত্যুর খবর আমাকে কেউ জানায় নি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More