এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের ২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীই পাস করতে পারেনি।
জেলার ৪৬টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফল বিশ্লেষনে এ তথ্য জানা গেছে।
কেউ পাস করেনি এমন দুটি শিক্ষা প্রতিষ্ঠান হল- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ডা. খলিলুর রহমান কলেজ এবং মংলা উপজেলার টিএ ফারুক কলেজিয়েট স্কুল।
ডা. খলিলুর রহমান কলেজ থেকে ৬ জন ও মংলা টিএ ফারুক কলেজিয়েট স্কুল থেকে ১৩ জন পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। যাদের সবাই ফেল করেছেন।
এদিকে, ফল বিপর্যয়ের এই বছরে যশোর শিক্ষা বোর্ডের অধিনে থাকা জেলার কোন শিক্ষা প্রতিষ্ঠানে নেই শতভাগ পাশের রেকর্ড।
যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযাই, বাগেরহাটের ঐতিহ্যবাহী সরকারি পিসি কলেজ এবং সরকারি মহিলা কলেজেরও ফল বিপর্যয় ঘটেছে।
শিক্ষা কর্মকর্তা জানান, এবার বাগেরহাট জেলার ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৫৪০ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৭৯৫জন।
যশোর শিক্ষা বোর্ডে যেখানে পাশের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ সেখানে বাগেরহাট জেলায় পাশের হার ৪৪ দশমিক ৪৪ শতাংশ মাত্র।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More