বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে একে অপরের মামাতো-ফুফাতো বোন।
শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের একটি পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এরা হলো, বকুলতলা গ্রামের মান্নান হওলাদারের মেয়ে নওরীন (৫) ও মান্নানের ভাগনী সান্তা (৬)।
এর আগে শনিবার সন্ধ্যায় প্রতিবেশি মজিদ মীরের বাড়ির পুকুরে পা ধোয়ার জন্য গিয়ে শিশু দুটি নিখোঁজ হয়।
নিহতের পরিবার ও হাসপাতাল সুত্রে জানা গেছে, সন্ধ্যায় নানা বাড়ির পাশের একটি পুকুরে পা ধোয়ার জন্য যায় সান্তা ও তার মামাতো বোন নওরীন। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও সেখান থেকে তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে।
পরে কয়েক জন ওই পুকুরে তাদের জুতা ভাসতে দেখে তল্লাশী চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করে।
দ্রুত তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বাগেরহাট ইনফো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More