বাগেরহাটের রামপাল উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি লাশ পাওয়া গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রনসেন এলাকায় খুলনা-মংলা মহাসড়কের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
রামপাল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সকালে রনসেন গ্রামে মহাসড়কের পাশে বস্তাবন্দি অবস্থায় ৩০ থেকে ৩২ বছর বয়সী ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ বস্তাবন্দি মুতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। উদ্ধারের সময় মৃতদেহটির গলায় শার্ট প্যাচানো ছিল।
“ধারণা করা হচ্ছে লাশটি ৬-৭ দিন আগের। হত্যার পর মৃতদেহটি গুমের উদ্যেশে বস্তায় ভরে ফেলে যাওয়া হয়ে থাকতে পারে। লাশে পচন ধরে।”
১৬ অক্টোবর :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More