প্রচ্ছদ / খবর / বাগেরহাটে আ.লীগ নেতা শিপনের মনোনয়নপত্র বাতিল

বাগেরহাটে আ.লীগ নেতা শিপনের মনোনয়নপত্র বাতিল

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইকালে হলফনামায় ‘অসত্য তথ্য’ দেওয়ায় এই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রটি বালিত করা হয়।

তবে ওই প্রার্থী মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রির্টানিং অফিসারের কাছে আবেদন করতে পারবেন। ৮ ডিসেম্বর আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

বাগেরহাট পৌরসভার সহাকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, ‘এক মেয়র প্রার্থীর অভিযোগের ভিত্তিতে মেয়র পদে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী মিনা হাসিবুল হাসান শিপনের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।’

‘তিনি তার দাখিলকৃত মনোনয়নপত্রের হলফনামায় ব্যক্তিগত দায় (ঋণ) গোপন করে অসত্য তথ্য দেওয়ায় তা বাতিল করা হয়েছে। তবে প্রার্থী চাইলে এ বিষয়ে আপিল করতে পারবেন।’

মিনা হাসিবুল হাসান শিপন বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, ‘আমার যে ব্যাক্তিগত ঋণ (দায়) ছিল তা মনোনয়নপত্র দাখিলের আগেই পরিশোধ করেছি। তাই নির্বাচন অফিসে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় ওই বিষয়ে উল্লেখ না করায় তারা আমার মনোনয়নপত্রটি বাতিল করেছে। আমি এ বিষয়ে আপিল করব।’

শিপনের মনোনয়নপত্রটি বাতিল হওয়ায় বর্তমানে বাগেরহাট পৌরসভায় মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

এদিকে, জেলার মোরেলগঞ্জ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করা চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

০৫ ডিসেম্বর :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ