প্রচ্ছদ / খবর / বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নানা আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বাগেরহাটে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

buddhijibeদিবসটি উপলক্ষে সোমবার সকালে বাগেরহাট বধ্যভূমি স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, বাগেরহাট প্রেসক্লাব, যুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এসময় স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় শহীদদের স্মরণে বিউগেল বাজিয়ে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি দল। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে, শহীদদের স্মরণে সন্ধ্যায় সদর উপজেলার যাত্রাপুরে মোমবাতি প্রজ্জ্বলন ও পথ সভা করেছে আলোকবর্তিকা নামে স্থানীয় একটি সংগঠন।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরের শহীদ মিনার প্রাঙ্গনে সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।

মো. সুরুজ খাঁনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. এ. মতিন, বেগ এমদাদুল হক বাচ্চু, শেখ মাহবুবুর রহমান লিটন প্রমুখ।

১৪ ডিসেম্বর :: ­স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ