বাগেরহাটের মংলায় পশুর নদীতে পড়ে গিয়ে নিখোঁজ ট্যুরিস্ট নৌযানের (জালিবোট) চালক সোহেল তালুকদারের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের তিনদিন পর রোববার (২৭ ডিসেম্বর) সকালে মংলা বন্দর চ্যানেলের পশুর ও মংলা নদীর ত্রিমোহনায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
সোহেল মংলা শহরতলীর সিগনাল টাওয়ার এলাকার মৃত হারুন তালুকদারের ছেলে।
মংলা থানার সেকেন্ড অফিসার মঞ্জুর এলাহী জানান, ২৪ ডিসেম্বর ‘মা সোহাগী’ নামের জালিবোট নিয়ে মংলা বাসস্ট্যান্ডের কাছে যাওয়ার পথে অসাবধানতাবশত নিজের ট্যুরিস্ট বোট থেকে মাঝ নদীতে পড়ে যান সোহেল। ওই সময় নৌ-যানটিতে তিনি একাই ছিলেন।
নদীতে পড়ে যাওয়ার পর থেকে বোটের মালিক ও চালক সোহেল নিখোঁজ ছিলেন।
সোহেলের চাচা মংলা পৌরসভার কাউন্সিলর আবদুল কাদের জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মংলা নদী ও পশুর নদীর সংযোগস্থলে জালিবোট থেকে পড়ে যায় সোহেল। এ সময় বোটে কোনো যাত্রী ছিল না। এরপর নিকটস্থ বোট চালকরা বোটটি উদ্ধার করলেও সোহেলের সন্ধান পাওয়া যাচ্ছিল না।
রোববার (২৭ ডিসেম্বর) সকালে স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে সোহেলের স্বজনদের খবর দেয় এবং মৃতদেহটি উদ্ধার করে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More