বাগেরহাটের মংলা নদীতে খেয়া পারাপারের ট্রলার থেকে পড়ে নিখোঁজের ৫দিন পর হাফেজ জাহিদুল ইসলামের (২৭) নামে এক ঈমামের মৃত দেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে স্থানীয়রা নদীর ঘাটে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।
হাফেজ জাহিদুল ইসলাম মংলার আদর্শ মুন্সিপাড়া জামে মসজিদের সাবেক ইমামম এবং ওই এলাকার বাসিন্দা।
সোমবার রাতে (৪ জানুয়ারী) খেয়া যোগে মংলা নদী পারা হওয়ার সময় একটি কার্গোর ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে গিয়ে নিখোঁজ হন তিনি। তবে ট্রলারে থাকা বাকিরা এসময় সাতরে তীরে উঠতে সক্ষম হন।
মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, নিখোঁজের ৫দিন পর শনিবার দুপুরে মংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের মংলা নদীর পাকখালী খালের চরে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও নিখোজের স্বজনেরা শনিবার দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করে।
মংলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা তৈয়বুর রহমান বলেন, হাফেজ জাহিদুল ইসলামের লাশটি পাকখালী এলাকায় খনন কাজে নিয়োজিত একটি ড্রেজারের পাইপের সাথে নদীর চরে আটকে ছিল।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More