জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিক্ষা মেলা।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট পিটিআই চত্বরে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমদ্দার। এতে অনেকের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোমিনুর রশিদ, পিটিআই সুপার লস্কর সফিউদ্দিন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ।
এর আগে শিক্ষা মেলা উপলক্ষে শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মেলায় আইসিটি স্টলসহ নয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের স্টলে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদর্শিত হচ্ছে।
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত দু’দিনের এ মেলা বৃহস্পতিবার বিকেলে শেষ হবে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More