প্রচ্ছদ / খবর / মাকে মারধর: মাদকাসক্ত যুবককে কারাদন্ড

মাকে মারধর: মাদকাসক্ত যুবককে কারাদন্ড

Bagerhat-Pic-01(04-03-2016)বাগেরহাটের চিতলমারীতে মাকে মারধর ও বসত বাড়িতে ভাংচুরের পর মাদকাসক্ত এক যুবকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

জুবায়ের ফকির (২৫) নামে ওই যুবক চিতলমারী উপজেলার হাড়িয়ারঘোপ গ্রামের কবির ফকিরের ছেলে।

মাদক সেবন ও মাদক দ্রব্য রাখার দায়ে শুক্রবার (৪ মার্চ) দুপুরে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফরিদ হোসেন ভ্রাম্যমান আদালতে তাকে এক বছরের কারাদন্ড দেন।

স্থানীয়রা জানান, নেশার টাকার জন্য দুপুরে জুবায়ের তার মাকে মারধর ও বসত বাড়ি ভাংচুর করতে থাকে। পরে গ্রামবাসী তাকে ধরে পুলিশে দেয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, মাকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী জুবায়েরকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে উত্তম-মাধ্যম দিয়ে তাকে থানা পুলিশে সোপার্দ করে।

এঘটনায় আটক জুবায়েরকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মো. ফরিদ হোসেন সামনে হাজির করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক বছরের সাজা প্রদান করে। বিকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

০৪ মার্চ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ