বাগেরহাটের মোরেলগঞ্জে মিজান সিকদার (৩২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চৌদ্দঘর প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে মৃহদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিজান সিকদার উপজেলার সদর ইউনিয়নের দৌদ্দঘর গ্রামের ভাষান সিকদারের ছেলে।
এঘটনায় স্থানীয়রা নিহতের ছোট ভাই ইসরাফিল সিকদারকে (২৫) আটক করে পুলিশে দিয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, শুক্রবার রাত থেকে মিজান নিখোঁজ ছিলো। শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি বাগান থেকে তার ব্যবহৃত জুতা ও ঘড়ি পাওয়া যায়। পরে স্থানীয়রা মিজানকে হত্যা করা হয়েছে সন্দেহে তার ভাই ইসরাফিলকে আটক করে পুলিশে দেয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চৌদ্দঘর প্রথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। নিহদের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে হত্যার পর গুম করার উদ্যেশে মরদেহটি সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রোববার (৬ মার্চ) সকালে নিহদের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। গ্রেপ্তার ইসরাফিলকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More