বাগেরহাটের মোল্লাহাটে আকিবুর শেখের (৮) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ মার্চ) দুপুরে মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের মাদারতলী গ্রামের একটি বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।
আকিবুর ওই গ্রামের সেলিম শেখের ছেলে। সে স্থানীয় মাদারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের বরাত দিয়ে মোল্লাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন মন্ডল বলন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আকিবুরের মা মুর্শিদা বেগম তার ছোট ছেলেকে বাড়িতে তার মায়ের কাছে রেখে বড় ছেলে রফিকুলকে সঙ্গে নিয়ে ব্যবসার কাজে বাইরে থাকা স্বামী সেলিমকে ফোন করতে যান।
পরে বাড়িতে ফিরে ছেলেকে না দেখে তার বৃদ্ধ মা আকলিমা বেগমকে ঘুম থেকে ডেকে তুলে ছেলে কথা জানতে চাইলে আকলিমা ‘কিছুই জানেন না’ বলেছেন বলে পুলিশকে জানানো হয়েছে ।
এসআই তুহিন বলেন, পরে প্রতিবেশীদের নিয়ে খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১১টার দিকে বাড়ির থেকে প্রায় পাঁচশ গজ দূরে সুনিল খাঁর বাগানে আকিবুরকে পড়ে থাকতে দেখে।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের কাছ থেকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।
আকিবুরের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখতে পায়নি পুলিশ। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
লাশের ময়না তদন্ত করতে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More