বাগেরহাটের কচুয়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে পড়া না পারায় ডাস্টার দিয়ে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
আহত জুবায়ের রহমান (১০) উপজেলার সাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও স্থানীয় মিজানুর রহমানের ছেলে।
জুবায়েরের মা জাকিয়া সুলতানা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ইংরেজি বিষয়ের পড়া না পারায় শিক্ষক তুষার কুমার দাস তাকে ব্ল্যাকবোর্ড মোছার ডাস্টার দিয়ে এলোপাতাড়ি প্রহার করেছেন।
শনিবার বিকেলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আব্দুল কাদের বলেন, “শিশুটির মুখমণ্ডলসহ ঘাড় ও বাম চোয়ালে ফোলা-জখমের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, “ঘটনাটি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে অভিযুক্ত ওই শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
১২ মার্চ :: স্টাফকরেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More