বাগেরহাটের কচুয়ায় এক ছাত্রকে ডাস্টার দিয়ে মেরে আহত করার ঘটনায় সাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৪ মার্চ) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বরখাস্তের একটি চিঠি শিক্ষক তুষার দাসকে পাঠানো হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার জানিয়েছেন।
গত শনিবার পড়া না পারায় সাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো. জুবায়ের রহমানকে (১০) ব্ল্যাকবোর্ড মোছার ডাস্টার দিয়ে পিটিয়ে আহত করেন তুষার।
পরে জুবায়েরকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।সে সাংদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার বলেন, “পড়া না পারায় জুবায়ের রহমানকে শিক্ষক তুষার দাস যেভাবে মারধর করেছেন তা অমানবিক ও আইন বর্হিভূত।”
তদন্তে মারধরের প্রমাণ মেলায় তুষারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।
জুবায়েরের মা জাকিয়া সুলতানা বলেন, “আমার ছেলেকে স্কুল শিক্ষক পড়া না পারার অপরাধে যেভাবে মারপিট করেছেন তা দেখলে গা শিউরে উঠবে।”
“তার মুখে ও পিঠে রক্ত জমাট বেঁধে রয়েছে।”
তিনি বলেন, ওই শিক্ষককে শিক্ষা অধিদপ্তর যে শাস্তি দিয়েছে তা একটি দৃষ্টান্ত। এই শাস্তি অন্য শিক্ষকদের জন্য সতর্ক বার্তা দিল।
“ভবিষ্যতে তারা আর এ ধরনের ঘটনা ঘটাবেন না বলে আমার বিশ্বাস।”
এ বিষয়ে জানতে চাইলে তুষার কুমার দাস বলেন, “স্থানীয় কিছু প্রাইভেট কোচিং সেন্টারের বিরুদ্ধে কথা বলায় ওইসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ উদ্দেশ্যমূলকভাবে আমাকে ফাঁসিয়েছে। জুবায়েরকে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি তাকে মারিনি।”
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More