প্রচ্ছদ / খবর / সুন্দরবনের নাংলি ক্যাম্প সংলগ্ন বনে আগুন

সুন্দরবনের নাংলি ক্যাম্প সংলগ্ন বনে আগুন

তবে, বনের মধ্যে কত একর জমিতে এ আগুন ছড়িয়েছে সে বিষয়ে  প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের উত্তর ও উত্তর-পূর্বাংশের নিচু এলাকায় বসন্তের শেষ ও গ্রীষ্ম শুরুর মৌসুমে এর আগেও বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড ঘটেছে।

এ সময় তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে; নিয়ন্ত্রণ করাও কঠিন হয়।

২০১৪ সালে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পয়ষট্টি ছিলা এলাকায় বনে আগুন লেগে অন্তত পাঁচ একর বনভূমি পুড়ে যায়। ২০১১ সালে ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্প এলাকায় পোড়ে দুই একর বনভূমি।

ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান মাহমুদ জানান, এ মৌসুমে মৌয়ালরা মধু আহরণ করতে বনে আসে। চাক ভাঙার সময় তারা আগুন ব্যবহার করে। সেখান থেকেও বনে আগুন ছড়িয়ে থাকতে পারে।

About বাগেরহাট ইনফো নিউজ