প্রচ্ছদ / খবর / মংলা পৌর মেয়রের বরখাস্তাদেশ স্থগিত

মংলা পৌর মেয়রের বরখাস্তাদেশ স্থগিত

Mayor-Julficar-Monglaবাগেরহাটের মংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে উচ্চ আদালত।

বৃহস্পতিবার (৩১ মার্চ) হাইকোর্ট ডিভিশনের বিচারপতি সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসাইন ও একেএম শহীদুল হকের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা ওই বরখাস্তের আদেশের ওপর এ স্থগিতাদেশ দেন।

মংলা পোর্ট পৌরসভার মেয়রের আইনজীবী এ এম আমিন উদ্দিন বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছে।

এর আগে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পাওনা বেতন-ভাতা পরিশোধ না করা এবং চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে বিধি বহির্ভূতভাবে পদোন্নতি দেওয়ার অভিযোগে ২৮ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক আদেশে মংলা পোর্ট পৌরসভার মেয়র ও স্থানীয় বিএনপি নেতা জুলফিকার আলীকে সাময়িকভাবে বরখাস্ত করে।

আইনজীবী এ এম আমিন উদ্দিন বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর (৩১) ধারার বিধান অনুযায়ী মংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলীকে বরখাস্ত করে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আমার মক্কেল উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেন।

হাইকোর্টের একটি বেঞ্চ ওই আবেদনের শুনানি শেষে সরকারের দেওয়া আদেশের কার্যকরিতা সাময়িকভাবে স্থগিত করেছেন।

৩১ মার্চ :: সিনিয়র করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ