বাগেরহাট জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনকে আহ্বায়ক করে জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (০৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ ওই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
২৪ সদস্যের ওই কমিটিকে ৬ এপ্রিল থেকে পরবর্তী ৯০ দিনের জন্য অনুমোদন দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি জেলার সব উপজেলা শাখা সম্মেলন করে বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলন করবে বলে কেন্দ্র থেকে জানানো হয়েছে।
ওই আহ্বায়ক কমিটির দু’জন যুগ্ম আহ্বায়ক মো. শাহ নেওয়াজ মোল্লা দোলন ও মো. ফারুক তালুকদার। তারা দু’জনে বাগেরহাট পৌরসভার ৭ ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর।
নবগঠিত এ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস, হুমায়ুন কবির পলি, লিটন সরকার প্রমুখ।
সংগঠন পরিপন্থি কার্যক্রমের অভিযোগে ২০১৩ সালে যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে বাগেরহাট জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়ে ছিলো।
এদিকে আহ্বায়ক কমিটি ঘোষণার খবরে সন্ধ্যায় আওয়ামী লীগের এই সহয্গেী সংগঠন শহরে আনন্দ মিছিল করেছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More